“আমাদের শর্তাবলী”
১) প্রথম সফটওয়্যারের ডোমেইন হোস্টিং বাবদ ১০,০০০/-(দশ হাজার টাকা) অগ্রিম প্রদান করতে হবে। প্রতিবছর ডোমেইন হোস্টিং রিনিউ করার জন্য ইউনিয়ন পরিষদকে আমাদের প্রতিষ্ঠান হতে অবগত করা হবে।
২) মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে রিনিউ ফি প্রদান করতে হবে। অন্যথায় সফটওয়্যার সয়ংক্রিয় ভাবে বন্ধ হয়ে যাবে। তখন আমাদের প্রতিষ্ঠান কোন ভাবে দায়ী থাকবে না। পরবর্তী রিনিউ করার জন্য বলা হলে রিনিউ ফি ও জরিমানা ফি সহ প্রদান করতে হবে।
৩) সফটওয়্যার ডেভলাপ করার পর, ইউনিয়ন পরিষদের আওতায় সকল বসতবাড়ীর ও ব্যবসা প্রতিষ্ঠানের ওয়ার্ড ভিত্তিক হোল্ডিং নিবন্ধন করে- হোল্ডিং স্মার্ট কার্ড ও ট্রেড লাইসেন্স স্মার্ট কার্ড প্রদান করতে হবে।
৪) সফটওয়্যারে প্রতি অর্থবছর ওয়ার্ড ভিত্তিক আমাদের প্রতিষ্ঠান দিয়ে কর আদায় করতে হবে। আমাদের প্রতিষ্ঠানের বাইরে কাউকে দিয়ে কর আদায় করার জন্য নিয়োগ করা যাবে না। যতি প্রমাণ হয় যে আমাদের প্রতিষ্ঠানের বাইরে কর আদায় করার জন্য কাউকে নিয়োগ করা হলে সাথে সাথে কোন অবগত করা ছাড়া সফটওয়্যারে কর আদায় সেবা বন্ধ রাখা হবে।
৫) আমাদের প্রতিষ্ঠান হতে ০৯ ওয়ার্ডে ০৯ জন দক্ষ কর্মী দিয়ে অথবা পরিষদের ৯ওয়ার্ড থেকে ৯জন ব্যক্তি দিয়ে কর আদায় কার্যক্রম সুন্দর ভাবে শেষ করা হবে। কর আদায়কারীদের সাথে পরিষদ হতে গ্রামপুলিশকে সবসময় মার্ট পর্যায়ে সহযোগীতা করতে হবে। এছাড়া পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, মেম্বারগণকে করদাতাদের কর পরিশোধ করার জন্য উৎসাহিত প্রদান করতে হবে ।
৬) প্রতিদিনের কর আদায় হিসাব প্রতিদিন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাকে কর আদায়কারীদের নিকট থেকে নিজ দায়িত্বে কর আদায় টাকা জমা নিয়ে জমা রশিদ প্রদান করতে হবে।
৭) সফটওয়্যারের যেকোন সমস্যা দেখা দিলে আমাদের প্রতিষ্ঠানকে অবগত করতে হবে। আমাদের প্রতিষ্ঠান হতে সফটওয়্যারের সমস্যা চিহ্নিত করে সমাধান করে দেওয়া হবে।