ইউনিয়ন ও পৌরসভার সকল কার্যক্রমকে অনলাইনের আওতায় নিয়ে আসা ও বাৎসরিক আয় বৃদ্ধি করা এবং সচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে আসা আমাদের এমআরকেবিডি (MRKBD) প্রতিষ্ঠানের কাজ।
আমাদের সফটওয়্যার সিস্টেম ব্যবহার এর মাধ্যমে একজন চেয়ারম্যান/মেয়র/প্রশাসক পুরো ইউনিয়ন/পৌরসভা সহজে মনিটরিং করতে পারবেন এবং ইউনিয়ন/পৌরসভা থেকে প্রদানকৃত সেবা আরো সহজলভ্য হবে জনগণের কাছে।
ঘরে বসে পরিষদ/পৌরসভার ওয়েবসাইট থেকে হোল্ডিং যাচাই, ট্যাক্স পরিশোধ, রশিদ প্রিন্ট, ট্রেড লাইসেন্স আবেদন, সকল সনদ আবেদন, গ্রাম আদালত মামলা আবেদন করে পরিষদ/পৌরসভা হতে সহজে সেবা পেতে আমাদের সফটওয়্যারের সিস্টেমটি খুবই কার্যকর।
ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, ওয়ারিশ, পারিবারিক, সকল প্রকার প্রত্যয়ন, গ্রাম আদালত ইত্যাদি নাগরিক সেবার সচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করায় আমাদের এমআরকেবিডি (MRKBD) প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
এই সফটওয়্যারটি ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রমকে আরও স্বচ্ছ, দ্রুত এবং কার্যকরী করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর প্রধান সুবিধাসমূহ নিম্নরূপ:
১. তথ্য সংরক্ষণ ও নিরাপত্তা:
ইউনিয়নের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিরাপদে সংরক্ষণ করা হবে এবং এর গোপনীয়তা নিশ্চিত করা হবে।
২. কর সংগ্রহ ও হিসাব:
প্রতি অর্থবছরে প্রায় ৯৫% কর উত্তোলনসহ বকেয়া করের হিসাব তৈরি এবং এর পূর্ণাঙ্গ প্রতিলিপি সরবরাহ করা হবে।
৩. সেবার স্বচ্ছতা:
ইউনিয়ন থেকে প্রদত্ত সকল সেবার তথ্য জনসাধারণ ওয়েবসাইটের মাধ্যমে যাচাই করতে পারবে, ফলে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে।
৪. রেজিস্টার বই প্রস্তুতি:
ওয়ার্ড, অর্থবছর এবং নির্দিষ্ট তারিখ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে রেজিস্টার বই তৈরি করা যাবে।
৫. বিল পেপার তৈরি:
প্রতি অর্থবছরে ওয়ার্ড ভিত্তিক বিল পেপার তৈরি করা হবে, যা প্রশাসনিক কাজকে সহজ করবে।
৬. হিসাব ও রিপোর্টিং:
কর আদায়, ট্রেড লাইসেন্স এবং অন্যান্য সকল হিসাবের বিস্তারিত রিপোর্ট প্রদান করা হবে।
৭. সনদ ও প্রত্যয়ন:
কোনো ফি ছাড়াই সমস্ত সনদ ও প্রত্যয়ন তৈরি করা যাবে।
৮. গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ:
ওয়েবসাইটের মাধ্যমে ইউনিয়নের গুরুত্বপূর্ণ নোটিশ ও তথ্য জনগণের কাছে সহজে পৌঁছে যাবে।
এই সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হবে দ্রুত, সুষ্ঠু ও স্বচ্ছ, যা ইউনিয়নের উন্নয়ন এবং জনসেবায় কার্যকর ভূমিকা রাখবে।